কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা - BBP NEWS

Breaking

Wednesday, September 5, 2018

কড়া ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর পাশাপাশি আর্থিক সাহায্যের ঘোষণা

বিবিপি নিউজ ডেস্ক: মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনায় মৃতের ৫ লক্ষ ও আহতদের ৫০ হাজার করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার।

দ্রুত উদ্ধার কাজ চালানোর পাশাপাশি দোষীদের কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 এছাড়া যেখানে ব্রিজ ভেঙে পড়েছে সেখানে মেট্রোর কাজ চলছিল৷ ফলে ব্রিজের নিচে অস্থায়ী গুমটি বানিয়ে কর্মরত শ্রমিকরা  ছিলেন৷

 আশঙ্কা অনেক কর্মী সেখানে আটকে পড়েছেন বলে খবর৷ কিন্তু তাদের উদ্ধারে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের৷ কারণ তাদের সামনে দুটো চ্যালেঞ্জ৷

প্রথমত আলোর অভাব৷ দ্বিতীয়ত, প্রতিকূল আবহাওয়া৷ এই মুহূর্তে আলোর অভাব ও বৃষ্টিই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে উদ্ধারকারীদের কাছে৷

তবুও তার মধ্যে বিকল্প আলোর ব্যবস্থা করে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন কর্মীরা৷ আলোর অভাবে উদ্ধারকাজ ব্যহত যাতে না হয় তার জন্য বিশেষ আলোর ব্যবস্থা করা হয়েছে৷ আনা হয়েছে জেনারেটর৷ বিশেষজ্ঞ দল ছাড়া কাউকে দুর্ঘটনাস্থলের কাছে যেতে দেওয়া হচ্ছে না৷

এছাড়া দমকলও সার্চ লাইট জ্বালিয়ে ব্রিজের তলায় আটকে পড়া মানুষদের উদ্ধারে তৎপর হয়েছে৷ কিন্তু এই আলো যে যথেষ্ট নয় তা মানছেন উদ্ধারকর্মী ও দমকল৷ যতটুকু আলোর ব্যবস্থা করা হয়েছে তা দিয়েই উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দমকল৷ অপরদিকে সেখানে ঝিরিঝিরে বৃষ্টি পড়তে শুরু করেছে৷ প্রবল বৃষ্টি শুরু হলে স্বাভাবিকভাবেই থমকে যেতে পারে
উদ্ধারকাজ৷এই ব্রিজ দিয়ে বহু গাড়ি চলাচল করছিল।

Pages