পুলিশ কর্মী নিখোঁজ, শোরগোল থানায় - BBP NEWS

Breaking

Sunday, September 2, 2018

পুলিশ কর্মী নিখোঁজ, শোরগোল থানায়

বিবিপি নিউজ ডেস্ক: পুলিশ ‘নিখোঁজ’৷ তদন্ত কেন্দ্র ছেড়ে হঠাৎ ‘নিখোঁজ’ আইসি পার্থপ্রতীম চক্রবর্তী৷ গত বুধবার থেকে নিখোঁজ হয়ে যান তিনি৷ শুরু হয়েছে বিভাগীয় তদন্ত৷ তদন্তে গিয়ে হঠাৎ পুলিশকর্তার উধাও হয়ে যাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ মহলে৷ অন্ডাল থানা এলাকার স্থানীয় উখড়া ফাঁড়ির দায়িত্বে ছিলেন নিখোঁজ ওই আইসি৷ ঘটনা জানাজানি হতেই প্রথমে নিখোঁজ রহস্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলেও, প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা৷
অত্যন্ত ধার্মিক ছিলেন আইসি পার্থপ্রতীম৷ দিনকয়েক ধরে নাকি তিনি ভুগছিলেন মানসিক অবসাদে৷ তা কাটাতেই বিশেষ কোন ধর্মস্থানে গিয়েছেন বলে প্রথমে অন্ডাল থানার পুলিশ সূত্রে জানানো হয়৷ কিন্তু, ছুটির আবেদন না করে তাঁর এই ‘নিখোঁজ’ হয়ে যাওয়ায় প্রবল অস্বস্তিতে পড়েন পুলিশ কর্তারা৷ প্রতিদিনই কোনও না কোনও কাজে এলাকার মানুষ উখড়া ফাঁড়িতে যান৷ কিন্তু, আইসিকে না পেয়ে ফিরে যেতে বাধ্য  হন  সকলেই৷ এলাকার আইনশৃঙ্খলার পরিস্থিতি সামাল দিতে বাধ্য হচ্ছে অন্ডাল থানা৷ আইসি না থাকায় কার্যত বন্ধ হতে বসেছে উখড়া ফাঁড়ি৷
আদতে আসানসোলে বাড়ি হলেও উখড়া ফাঁড়ির আবাসনেই থাকতেন নিখোঁজ ওই আইসি৷ তাঁর এই আচমকা নিরুদ্দেশের খবরে হতাশ সহকর্মীরাও৷ তাঁর নিখোঁজ রহস্যের সন্ধানে নেমেছে অন্ডাল থানা৷ সংবাদমাধ্যমের কাছে অন্ডাল থানার ওসি সঞ্জয় চক্রবর্তী দাবি করেন, ছুটি নিয়ে ঘুরতে গিয়েছেন আইসি৷ কিন্তু, ওসির মন্তব্যের পালটা শোনা যাচ্ছে পুলিশ বিভাগের অন্দরে৷ কারও কারও দাবি, ছুটির আবেদন তো দূর, কাউকে কিছু না জানিয়েই বাইরে ‘ঘুরতে’ চলে যান আইসি পার্থপ্রতীম চক্রবর্তী৷  পরে তা জানতে পেরেই অন্ডাল থানা এই ভ্রমণ রহস্য ধামাচাপা দিতে উঠেপড়ে লাগে৷ বিভাগীয় তদন্ত শুরু হয়৷ আসানসোল দুর্গাপুর থানার ডিসি অভিষেক মোদি বলেন,“বিগত চারদিন ধরে আসছেন না আইসি৷ আগে থেকেও সরকারিভাবে কোন ছুটিরও আবেদন করেননি তিনি৷ তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে৷” উল্লেখ্য, এর আগেও আবেদন না করে ছুটি নেওয়ার অভিযোগ রয়েছে নিখোঁজ আইসির বিরুদ্ধে৷
সূত্র:সংবাদ প্রতিদিন।

Pages