দ্রুত সরে যাওয়ার নির্দেশ ব্যবসায়ীদের, যুদ্ধকালীন তৎপরতা পুলিশের। - BBP NEWS

Breaking

Friday, September 7, 2018

দ্রুত সরে যাওয়ার নির্দেশ ব্যবসায়ীদের, যুদ্ধকালীন তৎপরতা পুলিশের।

বিবিপি নিউজ,পলাশ রায়, কলকাতা: দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিলেন ব্যবসায়ীদের, যুদ্ধকালীন তৎপরতা কলকাতা পুলিশের।মাঝেরহাট উড়ালপুল দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় মহানগরের ২০টি ব্রীজের মেরামতের উদ্যোগ নিতে শুরু করছে রাজ্য সরকার।
যার প্রথম পদক্ষেপ হিসেবেই বেছে নিয়েছে  থেকেই শিয়ালদহ উড়ালপুল। ব্রিজের নিচে থাকা স্থায়ী ও অস্থায়ী ব্যবসায়ীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার তথা আজ থেকে দখল নিতে চলেছে পুলিশ।
মাঝেরহাট ব্রীজ ভেঙে পড়ার ঠিক পরেই দার্জিলিং থেকে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে বসে বৈঠক করেন।


 প্রাথমিক ভাবে কলকাতার ২০টি উড়ালপুল দ্রুত মেরামতি করার প্রয়োজন বলে সিদ্ধান্ত হয়। তারই প্রস্তুতি নিতে আজ থেকেই শুরু তৎপরতা।
এছাড়াও মহানগরে আর কোন ব্রিজ খারাপ অবস্থায় রয়েছে  তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তবে খারাপ ব্রীজের তালিকায় থাকা শিয়ালদহ ব্রীজের মেরামতি নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। প্রশাসনের অভিযোগ, শিয়ালদা ব্রীজের নীচে থাকা শতাধিক দোকানের জেরে মেরামতি করতে চূড়ান্ত সমস্যা হচ্ছে।
যুদ্ধকালীন তৎপরতায় এবার দোকানগুলোকে প্রতিরোধ ছাড়াই সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিয়ালদহের মত ব্যস্ততম এলাকায় ব্রীজ মেরামতি না হলে প্রাণসংশয় রয়েছে। ব্রীজের তলায় থাকা দোকানদারদেরও জীবনেরও ঝুঁকি থাকছে। 

Pages