গভীর অরণ্যে শ্যমরুপা মন্দির - BBP NEWS

Breaking

Sunday, September 2, 2018

গভীর অরণ্যে শ্যমরুপা মন্দির

বিবিপি নিউজ,পশ্চিম বর্ধমান: জেলার অন্তর্গত গভীর অরণ্যে অবস্তিত শ্যমরুপা মন্দির।।রাস্তার অবস্তা জরাজিন্ন।বর্ষাকালে রাস্তা জলে ভোরে যায়। এমনি সময় খাল ডিপ হয়ে থাকে রাস্তা।20মিনিট রাস্তা যেতে সময় লাগে প্রায় ঘন্টা খানেক।গভীর অরণ্য হওয়ায় মানুষের যাতায়াত কম ই হয়।। একদিকে গড় জঙ্গলের শ্যমরুপা মন্দির অপরদিকে সেই অতি প্রাচীন দেউল পার্ক।। কিন্তু রাস্তার অবস্তা বেহাল হওয়ায় ভক্তদের যাওয়া আসা কম ই হয়ে গেছে।এলাকার মানুষের তর্থ অনুসারে প্রতিদিন নিত্বপূজা হয়।পূজারীর নাম ভুতনাথ রায় ও দিলীপ রায়।তাহারা প্রতিদিন বিষ্ণুপুর গ্রাম থেকে 2মাইল পথ অতিক্রম করে মায়ের পূজা অর্চনা করে।এই সরকার আয়ত্তে আসার পর প্রায় সব কিছুই পৌঁছয়েছে ।। গভীর অরণ্যে ইলেক্ট্রিক বিদ্যুৎ পৌঁছেছে ,সেইখানের এই অসুবিধে টা দূর হয়েছে।

এতে সকলেই খুশি।।কিন্তু মলানদীঘি থেকে দু মাইল পর ডান দিকের কাকুরে মাটির প্রায় 5কিমি রাস্তার অবস্তা বেহাল।।অরণ্যের মাঝে গাড়ি খারাপ হয়ে সারায়ের কোনো ব্যাবস্থা নেই।। বর্ষাকালে তো প্রায় জীবনের ঝুঁকি নিয়ে যেতে হয়।। দুর্গাপূজা,বাসন্তী পূজা,অক্ষয় দ্বিতীয়া,জন্মাষ্টমী ও বিভিন্ন ঋতুতে বিভিন্ন পূজা হয়।।এছাড়া বিবাহ ও ফিস্টি তো চলেই।। কিন্তু রাস্তার বেহাল অবস্থা হওয়ায় মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়।।এলাকাবাসীর অনুরোধ যাতে করে এই দীর্ঘ 5মাইল রাস্তা ঢালাই অথবা পিচ হলে কিছু মানুষ রাস্তার পাশে বিভিন্ন শিল্প করে জীবিকা অর্জন করতে পারবে অপরদিকে।ভক্তদের ও কোনো অসুধিবা হবে না ।।

Pages