SSC Group D Recruitment: ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১

SSC Group D Recruitment: ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

 


বিবিপি নিউজ: ফের অস্বস্তিতে পড়েছে রাজ্যের সরকার। এবার ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের। সিবিআই তদন্ত স্থগিত থাকলেও বিড়ম্বনা কমছে না স্কুল সার্ভিস কমিশনের। গ্রুপ ডি বিভাগে নিয়োগে অনিয়মের অভিযোগে আরও চাপে স্কুল সার্ভিস কমিশন। ২৫ পর আরও ৫৪২টি ভুয়ো নিয়োগে বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।  বৃহস্পতিবার এই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ৫৪২টি অনিয়ম-অভিযোগের নথি তুলে দেওয়া হল কমিশনকে। নথি খতিয়ে স্ক্রুটিনি করে, কমিশন ৪ মে ২০১৯-পর নিয়োগ সুপারিশ দিয়ে থাকলে এবং তার ভিত্তিতে মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করে থাকলে তবেই বেতন বন্ধ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংশ্লিষ্ট ডিআই-দের বেতন বন্ধ করতে নির্দেশ দেবে এসএসসি।  ডিভিশন বেঞ্চের শুনানির পর ফের সিঙ্গেল বেঞ্চে শুনানি হবে বলে এদিন জানান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৯ ডিসেম্বর হবে পরবর্তী শুনানি।

Pages